Bangladesh Will Advance With The Technological Skills Of The Youth
ঘরে বসেই সফল ফ্রিল্যান্সার হওয়ার সহজ সমাধান নিয়ে এসেছে “Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ”. “Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ” আপনাকে ঘরে বসেই সঠিক কাজে দক্ষতা অর্জন ও সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনে সহায়তা করছে – সেইটা এখন থেকে ভবিষ্যতের জন্য..!
আর হ্যাঁ, আপনার দক্ষতাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। সুতরাং আজ থেকেই শুরু হোক আপনার যাত্রা “Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ” এর সঙ্গে..!
Bangladesh Will Advance With The Technological Skills Of The Youth
ঘরে বসেই সফল ফ্রিল্যান্সার হওয়ার সহজ সমাধান নিয়ে এসেছে “Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ”. “Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ” আপনাকে ঘরে বসেই সঠিক কাজে দক্ষতা অর্জন ও সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনে সহায়তা করছে – সেইটা এখন থেকে ভবিষ্যতের জন্য..!
আর হ্যাঁ, আপনার দক্ষতাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। সুতরাং আজ থেকেই শুরু হোক আপনার যাত্রা “Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ” এর সঙ্গে..!

আপডেটেড কোর্স মডিউল..!
সময়োপযোগী এবং আন্তর্জাতিক কারিকুলাম অনুসরণ করে কতটি করতে মডেল তৈরি করা হয়েছে।

সুবিধামতো অনুশীলন..!
কোর্সগুলো আপনি আপনার সুবিধামতো সময়ে আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।

কোর্স সাপোর্ট..!
কোর্সে জয়েন করার পর কোন লেসন বুঝতে সমস্যা হলে ২৪×৭ সাপোর্ট বিদ্যমান।

লাইভ ক্লাস..!
কোর্সের লেসন এর উপর ভিত্তি করে যেকোনো সময় লাইভ ক্লাস করানো হয়।

পর্যাপ্ত রিসোর্স সরবরাহ..!
সময়োপযোগী এবং আন্তর্জাতিক কারিকুলাম অনুসরণ করে কতটি করতে মডেল তৈরি করা হয়েছে।প্রতিটি কোর্স এর সাথে কোর্স এবং লেসন সম্পর্কিত রিসোর্স প্রদান করা হয়।

এক্সট্রা সুযোগ..!
আপনারা সকলে আমাদের এইখান থেকে কোর্স শেষ করে শুধুমাত্র সার্টিফিকেটটি নাই সার্টিফিকেটের সাথে কাজ এবং সেই সাথে জব অর্থাৎ চাকরির সুযোগও পাবেন।

সার্টিফিকেশন.!
প্রতিটি কোর্স শেষে "Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ" - এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

রেকর্ডেড ক্লাস..!
যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শেখার সুবিধা! প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনার একাউন্টে সংরক্ষিত থাকবে, যাতে আপনি বারবার দেখে সহজে শিখতে পারেন নিজের গতিতে।
01. Active & Activity
02. Rules
03. Response & Reply
04. Respect
05. Responsibility
06. Time
07. Patience.
আমরা যারা মনে করি যে ফ্রিল্যান্সিং করতে কি বাধ্যতামূলকভাবে কম্পিউটার, ডেক্সটপ কিংবা ল্যাপটপের প্রয়োজন হয় এবং ফোন দিয়ে কি আদৌ ফ্রিল্যান্সিং করা যায় নাকি যায় না।
তাদের সকলের এই এই প্রশ্নের উত্তরে আমরা বলব যে হ্যাঁ কম্পিউটার, ডেস্কটপ কিংবা ল্যাপটপ ছাড়া ফোন দিয়েও ফ্রিল্যান্সিং করা সম্ভব, ফোন দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ের ৮০% কাজ করতে পারবেন ইনশাআল্লাহ।
সবচেয়ে বড় কথা, শুধুমাত্র "Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ" আপনাদেরকে কোর্স চলাকালীন সময়েই আয়ের অসাধারণ সুযোগ এবং এর পূর্ণ গ্যারান্টি প্রদান করে।
প্রথমে কোর্সের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিন, দৈনিক ৫ থেকে ৬ ঘন্টা সময় দিয়ে কাজটি শিখুন। মনে রাখবেন আপনার সর্বোচ্চ চেষ্টা আপনাকে সর্বোচ্চ শেখরে নিয়ে যেতে পারে।
কোর্স চলাকালীন সময় বার বার প্রাকটিস করুন, যাতে করে ভুল হলে সাথে সাথে লাইভ সাপোর্টে মাধ্যমে সব কিছু সংশোধন করিয়ে নিতে পারেন।
প্রফেশনালী কাজ শুরু করুন এবং যেকোনো সময় সাপোর্ট এর জন্য নক করুন। মনে রাখবেন ভয়ের কোনো অপশন নাই কারণ, আমরাই আছি আপনার পাশে। সাপোর্ট এর জন্য সারাক্ষন।
অন্যের অধীনে না থেকে নিজের বাসায় অবস্থান করে চাকুরিজীবীদের তুলনায় অনেক বেশি আয় করুন। মাননীয়ও প্রধানমন্ত্রীর ফ্রিল্যাসিং নিয়ে উদ্যোক্তা হওয়ার ভাষণ কে প্রাধান্য দিন।
Join us
Check out our institute and join us !
Support
Build yourself into the course of choice with 24/7 support !
Certificate
Achieving a higher level certificate !
Work Opportunity
Job in online marketplace, offline industry or in our own IT firm !
We’re are determined to provide you the high professional website according to your requirement. Let’s see what kind of website we provide for you.

All Online Service

All Website Create

Degital Marketing

Brand Promotion

Photo Editing

Vedio Editing

Graphic Design

Data Entry
“Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ” একটি অনলাইন লার্নিং এবং আর্নিং প্লাটফর্ম। ঘরে বসে মোবাইল ফোন এর মাধ্যমে বাংলাদেশের যে কোন জায়গা থেকে আমাদের কোর্সগুলো করতে পারবেন এবং কোর্সগুলো সম্পন্ন করে ঘরে বসেই আয় করতে পারবেন। আমরা বহুদিন ধরে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। আমরা ‘Mᴅᴄᴛ Iᴛ Iɴsᴛɪᴛᴜᴛᴇ‘ টিম আপনাদের কে সহযোগীতা করার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজের বেকারত্ব দূরীকরণে সর্বদা প্রস্তুত।
কম্পিউটার ও ইন্টারনেটের এই যুগে বেকার থাকাটা শুধুমাত্র বোকামি-ই নয় বরং ভুল সিদ্ধান্তও বটে। কারণ দক্ষ প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিলে আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা এবং হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। এছাড়া নিজেকে গড়ে তোলার রয়েছে অসংখ্য সুযোগ। চাকরির পেছনে না ছুটে সময়টিকে কাজে লাগান। সিপিএ মার্কেটিং-কে স্বাধীন পেশা কে কাজে লাগিয়ে, ঘরে থেকে দ্বিগুন ভাবে আয় করুন।
২০২০ সাল থেকে আমরা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত এবং ট্রেইনিং দিয়ে যাচ্ছি । এই পর্যন্ত আমরা অসংখ্য ফ্রিল্যান্সার তৈরী করেছি।
আমাদের স্টুডেন্ট’স-রা Fiverr, Upwork, Freelancer, Guru & 99Designs – সহ CPA & Affiliate মার্কেটপ্লেস থেকে খুব সহজেই ইনকাম করতেছে।
“MDCT” হবে আপনাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্বপ্ন পূরণের একমাত্র হাতিয়ার..!!!
















